গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ঠে ব্যবসায়ীর মৃত্যু

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকমঃ

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্টে ইসরাইল হোসেন (৪০) নামের এক চা দোকানীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার বাওট গ্রামে এ ঘটনা ঘটে। ইসরাইল হোসেন বাওট গ্রামের ইউনুচ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজ চায়ের দোকানের বৈদ্যুতিক তার মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্ঠে আহত হয়। পরের স্থানীয় বাজারের লোকজন ইসরাইল হোসেনকে তাকে উদ্ধার করে বামুন্দি বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানকার তার অবস্থা আশঙ্কা জনক হয় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইসরাইলকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জনান, ইসরাইল স্নাতকত্তর পাশ করে ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরী করত। করনাকালীন সময়ে সে চাকরী থেকে অব্যহতি নেয়। পরে বাওট বাজারে বাবার চায়ের দোকানে থেকে সহযোগিতা করত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!