গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গান্ধী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির জোনাল কোঅর্ডিনেটর ইসমাইল হোসেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ ইয়ামিন মাসুম ও মোঃ মিঠুন বৈরাগী,
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে সরকারের বড় বড় মেগা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রচার এবং অপপ্রচার রোধের বিভিন্ন কৌশল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বৃদ্ধি ও স্মার্ট অ্যাপস ব্যবহারের মাধ্যমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ তথ্য আপলোড করাসহ বিভিন্ন দিক নির্দেশামূলক ধরণা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।