গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
সড়ক সংস্কার,মানবসেবা,এলাকার উন্নয়নে ভুমিকা রাখা সহ সব ক্ষেত্রেই অবদান রাখছেন মেহেরপুরের গাংনীর হাড়িয়াদহ সিডর ক্লাবের সদস্যরা। সেবার ধারাবাহিকতায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সোমবার সড়ক সংস্কার করেন তারা। পূর্বমালসাদহ-বারাদী সড়কের হাড়িয়াদহ সহ বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়া স্থান সংস্কার করেন তারা। হাড়িয়াদহ সিডর ক্লাবের সদস্য শাহরিয়ার সবুজ জানান,পূর্বমালসাদহ-বারাদী সড়ক দিয়ে দিনরাতে স্থানীয় যানবাহন ছাড়াও চুয়াডাঙ্গা,খুলনা-যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় ট্রাক ও অন্যান্য যোগে মালামাল নিয়ে যাতায়াত করে থাকে। সড়কটির ধারণ ক্ষমতার চেয়ে বেশি বা বড় যানবাহন চলাচলের কারণে সড়কের বেশ কিছু জায়গা ভেঙ্গে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ তেমন ভাবে দেখভাল না করায়। দূর্ঘটনা রোধে সিডর ক্লাবের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করছে। গাংনী উপজেলা প্রকৌশলী মো: সেলিম চৌধুরী বলেন, সিডর ক্লাবের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যে রাস্তা সংস্কার করছে তার জন্য তারা ধন্যবাদ পেতেই পারেন। তবে ছোট ছোট কিছু সমস্যা স্থানীয় ভাবে সমাধান করা গেলে জনগনের দূর্ভোগ কিছুটা লাঘব হবে। দূর্ঘটনাও কমে আসবে। সিডর ক্লাবের সদস্যরা তিনি শুভ কামনা জানিয়েছেন।