নিজস্ব প্রতিবেদক :
আসন্ন মেহেরপুরের কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চেয়ারম্যান প্রার্থী জেলা পরিষদ সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন। শনিবার রাতে কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া, মনোহরপুর, উজলপুর এবং তেরঘরিয়া আশ্রয়নে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের সমর্থন ও দোয়া সমর্থন প্রার্থনা করেন। তিনি বলেন,জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ার পর নানা সিমাবদ্ধ থাকার পরও এলাকাবাসির কল্যানে এলাকায় রাস্তাঘাট,স্কুল সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়েছে। আগামী ইউপি নির্বাচনে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে মাদক সন্ত্রাস দুর করে এলাকার উন্নয়ন করে মডেল ইউপি হিসেবে প্রতিষ্ঠা করা হবে।