ফারুক আহমেদ :
করোনার সময় সরকার সারা দেশে ১৪ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে বলে জানিয়েছেন মেহেরপুরের জেলা প্রশাসক ড: মুনছুর আলম খাঁন। বুধবার দুপুরে গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামে ২০২০-২১ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বরো হাইব্রিড ধানের প্রদর্শনী ও ধান লাগানো মেসিনের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান। তিনি আরো বলেন, কৃষি বান্ধব সরকারের সময় সার বীজ সহ অন্যান্য উপকরন হাতের নাগালে পাওয়ার কারনে কৃষিতে ব্যাপক সাফল্য এসেছে। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এসময় কৃষিবিদরা অক্সিজেনের কাজ করে বলেন মন্তব্য করেন জেলা প্রশাসক। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন,দূর্ভিক্ষ আর মঙ্গা এখন রুপ কথার গল্প। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশে খাদ্য বেশি উৎপাদন হচ্ছে। করোনাকালেও খাদ্য সংকট দেখা না দেয় এজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছিলো বলে কোন খাদ্য সংকট দেখা দেয়নি। মেহেরপুর জেলা কৃষি বিভাগের উপ পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁর সভাপতিত্বে ও গাংনী উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় অন্যান্য’দের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম শাহাবুদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।