গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
করোনায় আক্রান্ত হয়ে একদিকে মৃত্যু’র ঝুকি অন্য দিকে খাদ্য সংকট এসব কারনে থমকে গেছে মেহেরপুরের গাংনীর কাজিপুর গ্রামের দিনমুজুর শাহিন আলীর জীবন সংগ্রাম। অনাহারে অর্ধাহারে সংসার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করলেও সরকারী কোন সহায়তা পৌছাইনি তার বাড়িতে। গত ২৩ মে করোনা সনাক্ত হওয়ার পর থেকে তিনি সহ তার পরিবারের সদস্যরা লকডাউনে রয়েছে। করোনায় আক্রান্ত দিন মুজুর শাহিন আলী জানান,আমি প্রতিদিন শ্রম বিক্রি করে সংসার চালায় একদিন কাজকর্ম বন্ধ থাকলে ঠিকমত সংসার চলেনা। কিন্তুু গত ২৩ মে থেকে নিজ বাড়িতে পরিবারের সবাই আবরুদ্ধ অবস্থায় রয়েছি। কোন কাজকর্ম করতে না পারায় সংসার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এমনকি সরকারী কোন সহায়তাও আমাকে দেয়া হয়নি। চক্ষু লজ্ঝার কারনে কারোর কাছে হাত পাততে পারছিনা। করোনায় আক্রান্ত হয়ে জীবনের কঠিন পথপাড়ি দিতে হচ্ছে। এদিকে করোনায় মৃত্যু’র ঝুকি অন্য দিকে খাদ্য সংকট থাকায় দুই মিলিয়ে থমকে গেছে আমার পরিবারের জীবন যাত্রা। মা দাদী স্ত্রী সন্তান সহ ৫ সদস্য’র পরিবারে তিনবেলা ঠিকমত খাবার জোটেনা। এমনকি ১ বছরের একটি শিশু সন্তান রয়েছে তার খাদ্য সংকট প্রকট আকার ধারন করেছে। তিনি আরো বলেন,চলতি ১০ তারিখের দিকে গাজিপুরের কোনাবাড়িতে শ্রমিক হিসেবে জনৈক্য একব্যক্তির কপি বিক্রি করতে যায় সেখানে কয়েকদিন অবস্থান করার পর বাড়ি ফিরে করোনায় আক্রান্ত হয়। তার পর থেকে লকডাউন অবস্থায় রয়েছি গোটা পরিবারের সদস্যরা। মেহেরপুরের জেলা প্রশাসক মো: আতাউল গনী বলেন,ইতোমধ্যে এসিল্যান্ডকে শাহিন আলীর পরিবারকে চাল,ডাল,তেল আলু সহ খাদ্য সহায়তা দেওয়ার জন্য বলা হয়েছে। শাহিন আলী রাষ্ট্রের নাগরিক তাই সরকার অন্যদের মত শাহিন আলীর সহ তার পরিবারের খাবারের ব্যবস্থা করবে।