গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেছেন,আওয়ামী লীগের আমলে দেশের অসংখ্য সংখ্যালঘুদের পাশাপাশি মন্দির,গীর্জা সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়ে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করেছে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার।
শনিবার বিকাল ৪ টার সময় গাংনী উপজেলার বামন্দী আখ সেন্টার মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে দীর্ঘদিন বিনা অপরাধে বছরের পর বছর জেলখানায় বন্দী রেখে ঠিকমত চিকিৎসা পর্যন্ত নিতে দেয়নি। এমনকি সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে কথা বললে আয়না ঘরে বন্দী করে রেখে নির্যাতন করা হতো।
বাংলাদেশের মাটিতে আর কখনো গনতন্ত্র হত্যাকারী কোন দলকে বাংলাদেশের জনগণ সমর্থন করবে না। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও বামুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল বিশ্বাস এর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস।
এসময় জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু,গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক,সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান,আলফাজ উদ্দীন কালু,পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা,জেলা যুবদলের সাধারন সম্পাদক কাউছার আলী,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাজেদুর রহমান,ছাত্রদল নেতা সাইদ হোসেন বিশ্বাস সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।