গাঁজা ও ফেন্সিডিল সহ ৩জন গ্রেফতার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিল সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযোন চালিয়ে তাদের গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অদ্য ইং-০১/১১/২০২১ তারিখ ১৭.২৫ ঘটিকায় এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে সঙ্গীয় এস আই বিশ্বজিত সরকার, এ এস আই মোঃ মাহাতাব উদ্দিন সহ গাংনী থানার সহড়াতলা বর্ডারপাড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আসামী (১) মোঃ সজিব হোসেন (২০) পিতা মোঃ লালন হোসেন সাং সহড়াতলা বর্ডারপাড়া থানা গাংনী জেলা মেহেরপুরকে ০৭ ( সাত ) বোতল ফেনসিডিল সহ আটক করেন। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হইয়াছে।
অদ্য ইং-০১/১১/২০২১ তারিখ ১৯.৩০ ঘটিকায় এস আই সুলতান মাহমুদ এর নেতৃত্বে সঙ্গীয় এএস আই আহসান হাবীব সহ মেহেরপুর সদর থানার কোলা এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ টিপু সুলতান (৩৯) পিতা মোঃ আসাদুল সাং কোলা পশ্চিম পাড়া থানা ও জেলা মেহেরপুরকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ আটক করেন। উক্ত আসামির বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা বিচারাধীন আছে।  অদ্য ইং-০১/১১/২০২১ তারিখ ১৬.৩০ ঘটিকায় এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে সঙ্গীয় এস আই বিশ্বজিত সরকার, এ এস আই মোঃ মাহাতাব উদ্দিন সহ গাংনী থানার হাড়াভাংগা এলাকায় অভিযান চালিয়ে আসামী (১) মোঃ মহিদুল ইসলাম (৩৫) পিতা মৃত মেখলেচুর রহমান সাং সহড়াতলা বর্ডারপাড়া থানা গাংনী জেলা মেহেরপুরকে ২০ ( কুড়ি ) বোতল ফেনসিডিল সহ আটক করেন। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হইয়াছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!