গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের দিনমজুর লাভলু মিয়া বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে অন্তত দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: বিপ্লব হোসেন জানান, ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক লাভলু মিয়া প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলো। আকস্মিক ভাবে আগুনের গোলা দেখতে পেয়ে ঘর থেকে বের হয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। আগুন নেভানোর পূর্বেই নগদ টাকা,আসবাবপত্র, ধানচাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। বাড়ির মালিক লাভলু মিয়া জানান, রাতে ঘুমিয়ে ছিলাম কয়েল জ্বালিয়ে । হঠাত রাতে দেখি ঘরে আগুন জ¦লছে। চারিদিকে চাটাইয়ের বেড়া ফলে আগুন লাগার সাথে সাথে পুরো ঘরে আগুন জ¦লে যায়। আমি ও আমার পরিবার অনেকটাই খোলা আকাশের নীচে বসবাস করছি। তিনি সরকারী সহায়তা কামনা করেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারটি আবেদন করলে সরকারী ভাবে সহায়তার করা হবে।