গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে গরু ব্যবসায়ী মহিরউদ্দিন(৫০)। শুক্রবার দুপুরে গাংনী উপজেলার সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে হাটতে হাটতে পড়ে গেলে কয়েকজন সাংবাদিক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গরু ব্যবসায়ী মহিউদ্দিন গাংনী পৌরসভা এলাকার হলপাড়ার হুরমত কসাইয়ের ছেলে।
গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুজ্জামান পাভেল জানান, লিটন মাহমুদ, রাব্বি আহমেদ,আব্দুল্লাহ-আল-মুনিব, মাসুদ রানা সহ কয়েকজন সহকর্মী উপজেলা পরিষদের মধ্যে বসে গল্প করছিলাম হঠাৎ জনৈক্য এক ব্যক্তি হাটতে হাটতে পড়ে যাওয়ার দৃশ্য দেখতে পেয়ে দ্রত তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম এ লিংকন জানান, ধারনা করা হচ্ছে বামুন্দী থেকে গরু বিক্রি করে বাসযোগে গাংনীতে আসার পথে গরু ব্যবসায়ী মহিউদ্দিন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। তার পেন্ট’র একটি পকেট বেøট দিয়ে কাটা ছিলো। এছাড়া তার অন্য পকেটে ৪২হাজার ১’শ টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে তার স্ত্রীর নিকট ঐ টাকা বুঝিয়ে দেয়া হয়।
গরু ব্যবসায়ী মহিউদ্দিন উদ্দিনের স্ত্রী রোকেয়া খাতুন জানান, তার স্বামী কয়েকজন ব্যবসায়ীক সহযোগিকে নিয়ে বামন্দি পশু হাটে গরু বিক্রি করতে যায়। পরে সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জানতে পারি। তবে সাংবাদিকরা দ্রত সময়ের মধ্যে তার স্বামীকে গাংনী হাসপাতালে না নিলে দূর্ঘটনা ঘটতে পারতো। সাংবাদিকের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করে অজ্ঞান পার্টির সদস্যদের চিহৃত করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান অজ্ঞান পার্টির সদস্য সন্ধানে কাজ করছে পুলিশ। তবে তিনি বাসযাত্রী সহ সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।