গাংনীতে অবৈধভাবে সার বিক্রি করায় ১০ হাজার টাকা  জরিমানা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে সোহাগ হোসেন নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


শনিবার দুপুরে উপজেলার বামন্দীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনী সহকারী কমিশনার(ভূমি) সাদ্দাম হোসেন।

দন্ডিত সোহাগ হোসেন বিসিআইসির সাব ডিলার ও গাংনীর চরগোয়াল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, মটমুড়া ইউপির বিসিআইসির মুল ডিলারের কাছ থেকে টিএসপি সার নিজ গুদামে না নিয়ে কাজিপুর সাহেবনগর বাজারের এক ব্যবসায়ির কাছে বিক্রি করেন তিনি। বিষয়টি বুঝতে পেরে বামন্দী নিশিপুরের লোকজন সার বোঝায় গাড়িটিকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

সহকারী কমিশনার(ভূমি) সাদ্দাম হোসেন বলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের অভিযোগের সত্যতা পায়।এসময় সাব ডিলার সোহাগ হোসেন তার অপরাধ স্বীকার করায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!