গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনীতে সাঈদ হোসেন (৩২) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত সাইদ হোসেনের বাড়ি কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে। এ নিয়ে গাংনী উপজেলার সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ জন। সুস্থ হয়েছেন ২জন। মেহেরপুরের সিভিল সার্জন ডা: নাসির উদ্দীন জানান,গত শুক্রবার মেহেরপুর জেলার ১৯ জনের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে সাইদ হোসেন করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোঃ রিয়াজুল আলম, নওদাপাড়া গ্রামের মাহাতাব আলী নামের এক ব্যক্তি সম্প্রতি আক্রান্ত হয়। পুনরায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে করোনায় আক্রান্ত আছেন বলে নিশ্চিত করা হয়। স্থানীয় লোকজনকে সতর্কতার সহিত চলাচল ও খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে আহবান জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা: সাদিয়া সুলতানা। তিনি বলেন এ পর্যন্ত করোনায় ১২ জন আক্রন্ত ও ২জন সুস্থ হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা সুস্থ ও স্বাভাবিক আছেন। আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সাথে মানবিক আচরণ করার জন্য সকল শ্রেণী-পেশার মানুষের কাছে আহবান জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোঃ রিয়াজুল আলম।