গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান রানার উদ্যোগে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার রাত ৮ টায় মহামারি করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গাড়াবাড়িয়া গ্রামে তার নিজ কার্যালয়ে বঙ্গবন্ধু জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়। পরে আলোচনা সভা শেষে কেকেকাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহাচাঁদ আলী, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান, প্রবীন আওয়ামীলীগ নেতা কুতুবউদ্দীন, ইউ পি সদস্য আবুল কালাম আজাদ,ইলিয়াস হোসেন, কোবাদ আলী,মহিলা সদস্য ভাবিরন নেছা,মহব্বত আলী সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা বলেন,দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এগিয়ে চলছিল, ঠিক তখনই আঘাত হানে ঘাতকরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৮১ সালের কাউন্সিলে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। সেই থেকে তিনিই সভাপতি। সর্বশেষ ২০১৯ সালে দলের ২১তম জাতীয় কাউন্সিলেও তিনি সভাপতি নির্বাচিত হন। তিনি আরো বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে জন্ম হয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই দলটির। টানা তিন মেয়াদে রাষ্ট্রক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। দলটি জাতি গঠনের প্রতিটি সোপানে-স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করে করে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করেন।