গাংনীতে ইয়াবা ও ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল সহ দুজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকালে গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাজিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, কাজিপুর হাজিপাড়ার আনেচুর রহমানের ছেলে সেলিম রেজা ও জমাদার পাড়ার আজিমউদ্দীনের ছেলে ইমরান হোসেন । মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: জুলফিকার আলী জানান,কাজিপুর এলাকা দিয়ে ইয়াবা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।  অপরদিকে খন্দার পাড়া এলাকা থেকে ইমরান হোসেনকে ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। এস আই অজয় কুমার কুন্ডু জানান, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!