গাংনীতে ইয়াবা সহ আটক-১

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ১’শ ৫০ পিচ ইয়াবা সহ রফিকুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পীরতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের মোঃ মঈন উদ্দিনের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান,উপজেলার পীরতলা গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার,এএসআই আহসান হাবীব সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করে।এ সময় তার কাছ থেকে ১’শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!