গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনীতে আবু হানিফ(১৪) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। নিহত আবু হানিফ করমদি গ্রামের বাগান পাড়ার মৃত আবু জাহিদের ছেলে এবং করমদি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
ঘটনাসুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে তার নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানে কাপড় দিয়ে ফাঁস নেয়। শনিবার সকাল ৮টার সময় তার পরিবারের সদস্য ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ পাওয়া যায় না। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।