গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে সেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে গাংনী অডিটরিয়ামে জাকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাম ফর হিউম্যানিটির কেন্দ্রীয় সভাপতি মামুন অর রশিদ বিজন। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,সাবেক ইউপি সদস্য শফিউর রহমান টমা,বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন। এসময় কাম ফর হিউম্যানিটির কেন্দ্রয়ি সাধারন সম্পাদক তানভির আহমেদ সাজু,.নোমানুর রহমান সবুজ,কেন্দ্রীয় সহসভাপতি,নাহিয়ান রাজ-কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ও উপজেলা সভাপতি সবুজ খাঁন সহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
“এসো মোরা করি কাজ, মানব কল্যাণে গড়ি সমৃদ্ধ সমাজ” এই শ্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ১২-ই সেপ্টেম্বর একঝাঁক সক্রিয় তরুণদের নিয়ে যাত্রা শুরু করে কাম ফর হিউম্যানিটি-সিএফএইচ। সমাজ সেবা করার লক্ষে এ যাত্রা শুরু হয়। সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো। তাদের এই কাজ কে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ।
সিএফএইচ এখন পর্যন্ত বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে করোনা সংকটকালে ত্রাণ সরবরাহ থেকে শুরু করে নগদ অর্থ প্রদান,বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হাজার বৃক্ষরোপণ করি,অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার, শীতকালে শীতবস্ত্র বিতরণ নানা ধরনের সামাজিক উন্নয়ন মুলক কাজ করে আসছে।