গাংনীতে গম কাটা মেশিনের চাপায় কৃষকের মৃত্যু

কর্তৃক farukgangni

গাংনী নিউজ ডটকম

মেহেরপুরের গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের মাঠে গম কাটা মেশিনের চাপায় বজলুর রহমান (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত বজলুর রহমান দুর্লভপুর গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা।
আজ শনিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বজলুর রহমানের জমিতে হারভেস্টার মেশিন দিয়ে গম কাটছিলেন । চলন্ত মেশিনটির পিছনে যাচ্ছিলেন তিনি।
হারভেস্টার মেশিনটি পিছনে ব্যক করলে পিছনে থাকা বজলুর রহমানের শরীরের উপর গাড়ির চাকা উঠে গেলে কৃষক বজলুর রহমান গুরুতর ভাবে আহত হন।
এসময় মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। গাংনী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করেন, পরে তার শারীরিক অবস্থার আরাে অবনতি হলে,কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারুক হোসেন, রোগীকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন, কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং তিনি বলেন ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!