গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে ২শ’৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে ভাটপাড়া কুঠি আবাসন থেকে জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু ও এস আই হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান,ভাটপাড়া আবাসনের তাহাজ আলীর ছেলে ইমাদুল ইসলাম গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতিটের পেয়ে ইমাদুল পালিয়ে যায়। পরে তার বাড়ি থেকে ২শ’৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ১৫শ টাকা টাকা উদ্ধার করা হয় ।
জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক ব্যবসায়ী ইমাদুল ইসলামকে আসামী করে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে।