গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে চাষকৃত গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় দুজনের বিরুদ্ধের মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশের উপ পরিদর্শক আলী রেজা বাদী হয়ে দুলাল হোসেন ও তার স্ত্রী শেফালীর নামে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে। মামলায় দুলালের স্ত্রী শেফালী খাতুনকে আটক করেছে পুলিশ। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,মটমুড়া গ্রামের কাশেম আলীর ছেলে দুলাল হোসেন তার বাড়ির পার্শে গাঁজা চাষাবাদ করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে ১শ’৯০টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের উপ পরিদর্শক আলী রেজা বাদী হয়ে দুলাল হোসেন ও তার স্ত্রী শেফালীর নামে গাংনী থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে। মামলা নং ৩২। তাং ৩০.০৭.২০২০ ইং। মামলায় দুলালের স্ত্রী শেফালী খাতুনকে আটক করলেও পুলিশের উপস্থিতিটের পেয়ে গাঁজা চাষী দুলাল হোসেন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুস্তাফিজুল রহমান। এসময় গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য : বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাচাষের এরিয়া পুলিশ ঘিরে রাখে পরদিন বৃহস্পতিবার গাঁজা উদ্ধার করে।