গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
সমাজপতিদের দেয়া চুরির অপবাদ সইতে না পেরে মেহেরপুরের গাংনীতে রাব্বি হাসান (১৫) নামের শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার রাইপুর ইউনিয়নের কড়–ইগাছি গ্রামে এ ঘটনা ঘটে। রাব্বি হাসান কড়ুইগাছি গ্রামের চেনির উদ্দিনের ছেলে ও স্থানীয় কে.এ.বি বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র। নিহতের পরিবারের সদস্যরা জানান, সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান ওরফে হনা,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজা সেন্টু ও রাইপুর গ্রামের নকিমদ্দিন মোল্লার ছেলে হুদা তার ছেলে রাব্বি হাসানের বিরুদ্ধে মুদিও দোকানে চুরির অভিযোগ এনে তাকে গাছের সাথে বেধে মারধর করে। পরে সালিক করে ১০ হাজার টাকা জরিমানা করে। মিথ্যা চুরির অপবাদ ও গাছের সাথে বেধে নির্যাতন সইতে না পেরে রাব্বি হাসান বাড়িতে গলায় রশি বেধে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, কে.এ.বি বিদ্যালয়ের পার্শে একটি ছোট মুদিও দোকান রয়েছে। সে দোকানে রাব্বি হাসান সহ তার এক বন্ধু বিস্কুট কিনতে যায়। দোকানে কাউকে না পেয়ে দোকানের সামনে কিছুক্ষন অপেক্ষা করে তারা। এরপর দোকান মালিক কছিমুদ্দীন দোকানের ভিতরে শুয়ে থাকাঅবস্থায় রাব্বি হাসান ও তার বন্ধুর গতিবিধি লক্ষ করে দোকান থেকে বের হয়ে আসে। ইতোপূর্বে চুরির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় অভিযুক্ত করে গাছের সাথে বেধে মারপিট করে। পরে সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান ওরফে হনা,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজা সেন্টু ও রাইপুর গ্রামের নকিমদ্দিন মোল্লার ছেলে হুদা সহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঐ শিক্ষার্থীদের অভিভাবককে ডেকে তাদের ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। এ ঘটনার পর থেকে দোকান মালিক কছিমুদ্দীন পলাতক রয়েছে। এছাড়া সালিসে উপস্থিত সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান ওরফে হনা,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজা সেন্টুর সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নী। পরে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান,বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হচ্ছে। সেই সাথে রাব্বির পরিবার অভিযোগ দিলে সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান ওরফে হনা,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজা সেন্টু ও রাইপুর গ্রামের নকিমদ্দিন মোল্লার ছেলে হুদা’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।