গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে পশুহাসপাতাল চত্তরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করে গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু। আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার,সাবেক যুবলীগ নেতা আব্দুস সালাম,সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার,পৌর যুবলীগের সাধারন সম্পাদক রাহিবুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুনতাছির জামান মৃদুল,পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা। এসময় ছাত্রলীগ নেতা শুভ,মাজেদুল ইসলাম রিমন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।