গাংনীতে ছাত্রলীগের ধর্ষন বিরোধী র‌্যালি ও সমাবেশ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

ধর্ষণ নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামি ও পৃষ্ঠপোষকদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মেহেরপুরের গাংনীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা এবং নারীর প্রতি সহিংসতা অবসানের দাবিতে শনিবার দুপুর ১২ টায় গাংনৗ পৌর ছাত্রলীগের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আহমেদ আলী, আওয়ামীলীগ নেতা রেজাউল হক মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ ও সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব হোসেন। এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!