গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :
“মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী,ফুলকুড়ি স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম,বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহক আলী,উপ সহকারী প্রকৌশলী আলিমুল রেজা প্রমূখ। এর আগে ফায়ার সার্ভিসের একটি টিম গাংনী ফুটবল মাঠে অগ্নিনির্বাপণ মহড়া দেয়।