গাংনীতে ট্রেনিং ক্লাসেই মারা গেলেন শিক্ষিকা 

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:

মেহেরপুরের গাংনীতে ট্রেইনিং ক্লাসেই শিক্ষিকা মুর্শিদা খাতুন মৌসুমী(৪২) ইন্তেকাল করেছেন।

রোববার  বিকেল সাড়ে তিনটার দিকে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মুর্শিদা খাতুন মৌসুমী উপজেলার মোহাম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহাম্মদ আহসান হাবীব জানান,  শিক্ষাক্রম বিস্তরণ তিন দিন ব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিনে বিকেল সাড়ে তিনটার দিকে গাংনীস্থ ইউআরসি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠ প্রদর্শনরত অবস্থায় হঠাৎ করে সহকারি শিক্ষিকা মুর্শিদা খাতুন মৌসুমী অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রশিক্ষণের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার সীমা বিশ্বাস জানান, মুর্শিদা খাতুনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।সম্ভবত তিনি স্ট্রোক করে মারা গেছেন।

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দীন জানান, যেহেতু আমি ঢাকায় আছি।শিক্ষিকা মুর্শিদা খাতুন মৌসুমী কিভাবে মারা গেছেন সে বিষয়টা আমার জানা নেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!