গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বেখুসুর খালাস দেওয়ায় গাংনী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিশাল এক আনন্দ মিছিল বের হয়।
রবিবার সন্ধ্যা ছয়টার সময় গাংনী হাসপাতাল বাজার থেকে একটি মিছিল বের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন উপস্থিত নেতা কর্মীরা।
তারা বলেন, খুব অল্প সময়ের মধ্যেই তারেক রহমান দেশে আসবেন। আদালত থেকে ইতিমধ্যেই অনেক মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ নতুন করে গড়ে তোলা হবে।
জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাজমুল হক, উপজেলা জাসাস সভাপতি সুরেলী আলভী, গোলাম মোস্তফা ডাকু,যুবদল নেতা সাহিবুল হক, বিএনপি নেতা ইনামুল হক সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।