গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে পারিবারিক কোলহের জেরে দু’জন গৃহবধু আত্মহত্যা করেছে। শুক্রবার উপজেলার কাজিপুর ও গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, পারিবারিক কোলহের জেরে পাপিয়া খাতুন পলি (২৮) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার কাজিপুর গ্রামের শিমুল হোসেনের স্ত্রী ও চরগোয়াল গ্রামের আসমত আলীর মেয়ে। অপরদিকে পারিবারিক বিরোধে গাড়াবাড়ীয়ায় গলায় রশি বেঁধে কল্পনা খাতুন নামের এক গৃবধধু আত্মহত্যা করেছে। সে গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আলিফের স্ত্রী ও সদর উপজেলার গভীপুর গ্রামের কাওসার আলীর মেয়ে।