গাংনীতে দুটি ককটেল বোমা উদ্ধার। গ্রেফতার দুই

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে দুটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যে রাতে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রাম থেকে ককটেল বোমা দুটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কসবা গ্রামের মুছাদ মন্ডলের ছেলে জিয়ারুল (৩৮) ও জামান আলীর ছেলে জহির উদ্দীন (৫৮)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত জিয়ারুল ও জহির উদ্দীন প্রতিপক্ষকে ফাঁসাতে পুলিশকে খবর দেন কসবা গ্রামের পাতান আলীর বসত বাড়ির পার্শে একটি বিচালি গাদার মধ্যে দুটি ককটেল বোমা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে দুটি লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল বোমা উদ্ধার করে। বিষয়টি নিয়ে পুলিশের সন্দেহ হলে জিয়ারুল ও জহির উদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেরাই প্রতিপক্ষকে ফাঁসাতে ককটেল বোমা রেখেছেন বলে স্বীকার করেন। এঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!