গাংনী নিউজ টােয়িন্টেফার ডটকম :
মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তুু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার করমদী-কল্যানপুর সড়কের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তুু দুটি উদ্ধার করা হয়।
গাংনী থানার এস আই মাসুদ জানান, করমদী-কল্যানপুর সড়কের পাশে লাল টেপ দিয়ে মড়ানো দুটি বোমা সদৃশ্য বস্তু পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেগুলো উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। কেউ এলাকায় আতংক ছড়ানোর জন্য বোমা সদৃশ্য বস্তু রাখতে পারে বিষয়টি তদন্ত করা হচ্ছে।