গাংনীতে দোয়া মাহফিল সহ নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারী দপ্তর ও সামাজিক সংগঠন দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে।
সোমবার সকালে গাংনী বাজার বাসস্ট্যান্ডে পতাকা উত্তোলন শেষে গাংনী উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ নেতাকর্মীরা। এসময় গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, এমপি পত্নী লায়লা আরজুমান বানু, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল,সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপু, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন শেষে উপজেলা চত্তরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সাবেক সংসদ সদস্য মো: মকবুল হোসেন,যুবলীগ সাধারন সম্পাদক শফি কামাল পলাশ,যুগ্ন সম্পাদক মজিরুল ইসলাম,ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা,যুবলীগ নেতা আব্দুল আলিম,ইসমাইল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এসময় গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,সাবেক এমপি মো: মকবুল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক সহ সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অপরদিকে গাংনী উপজেলা কৃষকলীগের উদ্যোগেও জাতির জনকের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বিকালে গাংনী বাজার বাসষ্ট্যান্ডে উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মো: মকবুল হোসেন,পৌর মেয়র আহমেদ আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম,জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। এসময় গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন সহ কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক ছাত্রনেতা ডা: সাগর আহমেদের পক্ষ থেকেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এসময় সাবেক এমপি সেলিনা আক্তার বানু সহ আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে গাংনী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বাদ মাগরিব গাংনী মহিলা কলেজপাড়া দারুল উলুম রাবেয়া এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, গাংনী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহিন রেজা,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাকিবুর রহমান, সজিবুর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক তুহিন আলি,আহমেদ সাকিল,মুন্না হক,সাংগঠনিক সম্পাদক মোবিনুর রহমান তন্ময়, রিমন আলি,বায়জিদ বাধন ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্তরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!