গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শান্তা খাতুন (১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ৭ টায় উপজেলার পোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শান্তা খাতুন পোড়াপাড়া গ্রামের কৃষক শামিম হোসেনের মেয়ে ও স্থানীয় একটি বেসরকারী কিন্ডার গার্ডেন স্কুলের ৫ম শ্রেনীর ছাত্রী।
শান্তা খাতুনের প্রতিবেশি তানভীর জানান,শান্তা খাতুন দুপুর ১২ টার পর থেকে নিখোঁজ ছিলো। দিনভর আন্তীয় স্বজন সহ বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোন হদিস পাওয়া যায়নী। সন্ধ্যায় তার মরদেহ বাড়ির পার্শে পরিত্যাক্ত একটি ইটভাটার গর্তে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে। পরে তাকে দ্রত গাংনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়রা জানান,পরিত্যাক্ত ইটভাটার জমিতে উঠতি বয়সের ছেলেরা খেলাধুলা করে। সেই জমিতে পানি জমাট বাঁধার কারনে পোড়াপাড়া-গাড়াডোব সড়কের পার্শে ইটভাটার জমির কিছু অংশ খনন করে সেখানে সব পানি একত্রে রাখার ব্যবস্থা করে। খনন করা অংশে পানি বেশি হওয়ায় সেখানে ডুবে তার মৃত্যু হয়েছে।
গাংনী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম জানান,শান্তা খাতুনকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, পানিতে ডুবে শান্তা খাতুনের মৃত্যু’র ঘটনায় একটি অপমৃত্যু’র মামলা হবে।