গাংনী নিউজ টােয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে মাছের খাবারের বস্তা চাপা পড়ে জুনায়েদ হোসেন (১৩) নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৩ টার সময় উপজেলার ষোলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ হোসেন কাষ্টদহ গ্রামের মৃত বাবুল আক্তারের ছেলে।
স্থানীয়রা জানান,সংসারে অভাব অনটনের কারণে জুনায়েদ হোসেন শ্রমিক হিসেবে মৎস্যচাষী আক্কাস আলীর মাছের খামার দেখাশুনা করতো। ঘটনার দিন আক্কাস আলীর বাড়িতে মাছের খাবারের বস্তার লট থেকে বস্তা নামানোর সময় আকস্মিক ভাবে নীচে পড়ে গুরুতর আহত। আহতবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী হাসপাতালে নেয় হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার অবস্থার আরো অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৎস্যচাষী আক্কাস আলীর ছোট ভাই মন্টু মিয়া বলেন, বেশ কিছুদিন যাবৎ জুনায়েদ হোসেন শ্রমিক হিসেবে পুকুরে মাছের খাবার দেয়া সহ মৎস্য খামার দেখাশুনা করতো। অসাবধানতা বসত দূর্ঘটনাটি ঘটেছে। অসহায় পরিবারটিকে মানবিক ভাবে দেখা হবে।
স্থানীয় গ্রাম পুলিশ দূর্গা চরন দাস জানান,৩ বছর পূর্বে জুনায়েদ হোসেনের বাবা বাবুল আক্তার গাছ চাপা পড়ে মারা গেছে। অভাব অনটনের সংসারে মায়ের সাথে তারা অনেক কষ্টে জীবন যাপন করতো পরিবারটি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বস্তা চাপাপড়ে শিশু শ্রমিকের মৃত্যু’র ঘটনাটি পরিবারের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত জুনায়েদ হোসেনের পরিবার অত্যান্ত গরিব মানুষ। তাই তাদের ক্ষতিপূরন দেওয়ার দাবি করেন প্রতিবেশিরা।