গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনীতে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বেখুসুর খালাস দেওয়ায় গাংনী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিশাল এক আনন্দ মিছিল বের হয়।
রবিবার সন্ধ্যা সাতটার সময় গাংনী বাসস্ট্যান্ড রেজাউল চত্বর থেকে মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইনসারুল হক, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, যুবদলের আহবায়ক মালেক হোসেন চপল, সদস্য সচিব জাহিদুল ইসলাম, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, উপজেলা ছাত্র দলের সভাপতি রিপন হোসেন, পৌর ছাত্র দলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব শিশির আহমেদ শাকিল সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।