গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনীতে উপজেলা আওআমী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার প্রতিবাদে সােমবার বিকেলে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃত্ব দেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাহিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি প্রদানকারীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এসময় গাংনী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।