গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ’র মৃত্যু

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল বাকী (৬০) নামের এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১ টায় উপজেলার তেঁতুলবাড়িয়া চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত অব্দুল বাকী ওই গ্রামের মৃত আতর আলীর ছেলে।
তেঁতুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস ও নিহতের পরিবার জানান,আব্দুল বাকীর বাড়িতে ইমরাত নির্মান শ্রমিকরা কাজ করছিলো। সিমেন্ট ও বালিতে মেশানোর জন্য পানির প্রয়োজন হলে আব্দুল বাকী বৈদ্যুতিক মটর চালু করার পর পাইব লাগানোর সময় পুরো মটর বিদ্যুতায়িত হওয়ায় বিদ্যুৎপৃষ্টে তার মৃত্যু হয়। আহতবস্থায় তাকে সন্ধানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!