গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনীতে বাথরুম পরিষ্কার করতে গিয়ে শারমিন আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে। শারমিন আক্তার উপজেলার গ্রামের বড় বামন্দী আরেজুল হকের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য বকুল হোসেন জানান, শারমিন আক্তার বিকেলে বাড়ির টয়লেট পরিষ্কার করছিলেন। এ সময় বৈদ্যুতিক মোটরের লাইনে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন বলেন শারমিন আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার পরপরই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছেন,শারমিন আক্তারের স্বামী ও ছেলে প্রবাসে রয়েছে। ৪ বছরের মেয়েকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।