গাংনীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর), বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
গাংনী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় এসময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আব্দুল বাকী, মতিয়ার রহমান, কামাল হোসেন, হিসাব উদ্দীন, আব্দুর রশিদ, ইছারউদ্দীনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!