গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় গাংনী হাসপাতালের সভাকক্ষে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলঅ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান,ভাইস চেয়ারম্যান রাশিদুল হক জুয়েল,ফারহানা ইয়াসমিন। এসময় ডা: স্বাধীন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় সকলকে অবগত করা হয় যে আগামী ২২ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২শ’১৯টি কেন্দ্রে একযোগে প্রায় ৩৪ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। প্রতিটা শিশুকে ভরাপেটে এ ক্যাপসুল খাওয়াতে হবে। কোন শিশুকে কন্দনরত অবস্থায় বা জোর করে ভিটামিন খাওয়ানো যাবেনা বলে জানানো হয়। এছাড়া ভিটামিন খাওয়ানোর পর বিভিন্ন সময়ে মানুষ গুজব বা অপপ্রচার করে তাই সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়।