গাংনীতে ভুয়া কবিরাজের জেল জরিমানা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে সাজেদুল ইসলাম (২৮) নামের এক ভুয়া কবিরাজের ১ মাসের কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার তেরাইল ব্রীজ পাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি মো: ইয়ানুর রহমান। কারাদন্ড প্রাপ্ত সাজেদুল ইসলাম নাটোর জেলার লালপুর উপজেলার ইসলামপুর গ্রামের মাজদার হোসেনের ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়ানুর রহমান জানান,তেরাইল গ্রামে সাজিদুল ইসলাম নামের এক ভুয়া কবিরাজ তার শশুর বকুলের বাড়িতে টিনশেড পেতে রুগীদের চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সরকারী কোন সনদ কিংবা অনুমোদন দেখাতে পারেনি। পরে সে তার অপরাধের কথা স্বীকার করায় ১ মাসের কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়ে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানিয়েছে,সাজেদুল ইসলামের অপচিকিৎসায় গতকাল ৩০ আগষ্ট রবিবার রাতে উপজেলার বাওট গ্রামের আব্দুল বারীর স্ত্রী জমেলা খাতুনের মৃত্যু হয়। এছাড়া অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!