গাংনীতে ভূমিকম্প অনুভূত 

কর্তৃক নিজস্ব প্রতিবেদক

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:

মেহেরপুরের গাংনীতে ভূমিকম্প অনুভূত হয়েছে।

রোববার রাত ৮ টা ৫ মিনিটের সময় এ ভূমিকম্প অনুভূত হয়।

তবে ভূমিকম্পটি কত মাত্রার ছিল তা জানা যায়নি

স্থানীয়রা জানান,ঘরে বসে আছি হঠাৎ ঘর কেঁপে ওঠে। অনেকে বুঝতে পেরে ঘর থেকে বের হয়ে রাস্তায় আসে।ভূমিকম্পের ঝাঁকুনিটা শক্ত ছিল।এধরণের কম্পন কিছুক্ষণ থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেত,আল্লাহ হেফাজত করেছেন।তবে ভূমিকম্পে এখনো কোন ক্ষয়ক্ষতির সংবাদ আমরা পাইনি।

উপজেলার দেবীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাকী বলেন, দোকানে চেয়ারে বসেছিলাম। হঠাৎ করে কেঁপে ওঠে।এমনভাবে ঝাঁকুনি দিয়েছে মনে হল যে পড়ে যাব।ভূমিকম্পের কথা শুনলে ভয় লাগে।আমাদের এখানে কারো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহ সবাইকে হেফাজত করেছেন।

গাংনী শহরের খেলা ঘরের স্বত্বাধিকারী আহসান হাবিব  জানান, দুইবার কম্পন অনুভূত হয়েছে। দুই বারই জোরে।ভয়ে ঘর থেকে বের হয়ে পড়ি।অনেক লোক ঘর থেকে বের হয়ে পড়েছিল।কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানান,ভূমিকম্পের বিষয়টা আমি বুঝতে পারিনি।তবে ভূমিকম্প হয়েছে শুনলাম।এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য:চলতি বছরের ১৪ ফেব্রুয়ারিতে 

বুধবার রাত ৮ টা ৭ মিনিটের সময় এ ভূমিকম্প হয়েছিল।৪.৫ মাত্রার ভূকম্পনটি ৩ থেকে ৪ সেকেন্ড স্থায়ী ছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!