গাংনীতে মাথায় গাছ পড়ে গৃহবধুর মৃত্যু

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে মাথায় গাছ পড়ে নছিরন খাতুন (৫২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে। নছিরন খাতুন সাহারবাটি কড়–ইতলা পাড়ায় আব্দুল খালেকের স্ত্রী।
নছিরনের ভাতিজা বাদশা জানান, প্রতিবেশি আজিজুলের ছেলে আক্তারুলের কাঠালের গাছ কাটছিলো। গাছের পাতা নেওয়ার জন্য অন্যদের মত তার চাচী নছিরন খাতুন দাঁড়িয়ে ছিলো এসময় আকস্মিক ভাবে গাছ তার মাথায় উপর পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রত উদ্ধার করে গাংনী হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। গাংনী থানার ওসি মো: বজলুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নছিরনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!