গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে ৮০ পিচ ইয়াবা সহ সম্রাট সর্দ্দার (২৫) নামের এক মাদকপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার কাজিপুর কাচারী বাজার থেকে তাকে গ্রেফতার করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু। গ্রেফতারকৃত মাদক পাচারকারী সম্রাট সর্দ্দার কুষ্টিয়া জেলা দৌলৎপুর উপজেলার বাহির মাঝি সদর ঘাট এলাকার লালু সর্দ্দারের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু জানান, কাজিপুর এলাকার কাচারী পাড়া দিয়ে ইয়াবা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সম্রাট সর্দ্দারকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: জুলফিকার আলী জানান,ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত সম্রাট সর্দ্দারের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হবে।