গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে ইন্তাজুল ইসলাম ইন্তা নামের এক পলাতক মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে গোয়েদা পুলিশ। রবিবার দুপুরে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু। ইন্তাজুল ইসলাম ইন্তা উপজেলার নওয়পাড়া গ্রামের আজিম বক্সের ছেলে।
গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু বলেন, গত ৬ আগস্ট রাতে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ সুজন আলীকে গ্রেফতার করি। ঐসময় ইন্তাজুল ইসলাম পালিয়ে যায়। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের হোটেল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।