গাংনীতে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে মাদক মামলার পলাতক আসামী বানারুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে ধলা পুলিশ ক্যাম্পের টু আইসি মো: রবিউল ইসলাম। গ্রেফতারকৃত বানারুল ইসলাম খাসমহল পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে।
ধলা পুলিশ ক্যাম্পের টু আইসি মো: রবিউল ইসলাম জানান,মাদক মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা আসামী বানারুল ইসলাম খাসমহল গ্রামের একটি চায়ের দোকানে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গাংনী থানায় নেয়া হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!