গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আহম্মেদ আলীর সাথে সৌজন্য সাক্ষাত করেছে সৈনিকলীগ নেতৃবৃন্দ। রবিবার বিকাল ৩ টায় গাংনীতে মেয়র প্রার্থী আহমেদ আলীর সাথে সৌজন্য সাক্ষাতকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেহেরপুর জেলা সৈনিকলীগ নেতৃবৃন্দ। এসময় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আহম্মেদ আলী, মেহেরপুর জেলা সৈনিকলীগের সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি পলাশ হোসেন, সাধারণ সম্পাদক তরুন আহমেদ, মতিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সদস্য মোহাম্মদ সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে সৈনিকলীগ নেতা কর্মীরা নির্বাচনী মাঠে কাজ করবে বলে মেয়র প্রার্থী আহমেদ আলীকে প্রতিশ্রতি দেন।