গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম:
মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬-ই ডিসেম্বর (সোমবার) সূর্যোদয় এর সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ১৯৭১ এর মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে ৩১ বার তোপধ্বনি এর মাধ্যমে বিজয় দিবস এর কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা। এরপর গাংনী থানা পুলিশ এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল পুষ্পস্তবক অর্পণ করেন।
শহীদদের স্মৃতি স্মরণে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা কৃষি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, উপজেলা আনসার ভিডিপি অফিস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, গাংনী পৌর সভার পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বেলা ৯ টার সময় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়। এসময় গাংনী থানা পুলিশ, আনসার ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে প্যারেড ও কুচকাওয়াজ করা হয়।
প্যারেড শেষে বিজয় মেলা উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।