গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে সর্বত্রই ছড়িয়ে পড়েছে করোনা সংক্রামন। গত ২৪ ঘন্টায় জেলায় ৭জনের মৃত্যু ও ৭৫জনের করোনা সনাক্ত হয়েছে । এর মধ্যে মেহেরপুরে ৩২,গাংনীতে ৩৯ ও মুজিবনগরে ৪জন। স্বাস্থ্য বিধি না মানার কারনে প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা সংক্রামন থেকে সুরক্ষা পেতে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিবৃন্দ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকরা মাঠে কাজ করছে।
মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন সূত্রে জানা গেছে,মেহেরপুর শহরের শেখপাড়ায় মেহেজান খাতুন(৫৫), উজলপুরের মেরিনা খাতুন (৩৫), আশরাফপুরের মহন আলী((৬০,মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নজরুল ইসলাম (৫০),মহাজনপুরের গফুর আলী (৭০), গাংনীর হিন্দা গ্রামের আজিজুল হকের মেয়ে রিনা খাতুন (৩৫), বামুন্দীর শাহিদা খাতুন(৬০)।
এদিকে রবিবার সন্ধ্যা থেকে রাত্রী ১০ টা পর্যন্ত গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া,চিৎলা যুগিন্দা,গাড়াডোব সহ বিভিন্ন গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বেশ কিছু দোকানিকে অর্থদন্ডের পাশাপাশি অনেককে সতর্ক করে স্বাস্থ্য বিধি মানতে আহবান জানাচ্ছেন। এসময় তিনি করোনা সংক্রামন প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন। অপরদিকে গাংনী পৌর মেয়র আহমেদ আলী শহরের বিভিন্ন স্থানে সতর্কতামুলক প্রচার প্রচারনা করছেন। এছাড়া পৌরসভার পক্ষ থেকে মাস্কবিতরণ কার্যক্রম চলমান রেখেছে মেয়র আহমেদ আলী। মেয়র আহমেদ আলীকে সার্বক্ষনিক সহযোগিতা করছেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক সহ নেতা কর্মীরা। এদিকে জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের তত্বাবধায়নে মেহেরপুর হাসপাতালে সেচ্ছাসেবকের কাজ করছে সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।