গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে সাপের কামুড়ে মহির আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১১ টায় গাংনী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মহির আলী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামের মাহাতাব আলীর ছেলে।
মহির আলীর ছোট ভাই জহুরুল ইসলাম জানান,সন্ধ্যায় মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিষধর সাপ মহির আলীকে কামুড় দেয়। পরে তাকে পার্শবর্তী শিমুলতলা গ্রামের জনৈক্য (মহিলা) ওঝার কাছে নেয়া হলে তার অবস্থার অবনতি হয়। পরে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দেবাশিষ কাপুরিয়া বলেন,মহির আলীকে হাসপাতালে নেয়ার পূর্বেই মৃত্যু হয়েছে।