গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে সেলিনা খাতুন (৩৪) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে। শুক্রবার সকাল ১০ টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেলিনা খাতুন সহড়াবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহেদের স্ত্রী ও ধর্মচাকী গ্রামের আজিজুল হকের মেয়ে।
সেলিনা খাতুনের পিতার পরিবারের অভিযোগ গত বুধবার রাতে সেলিনা খাতুনকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আহত করে। স্থানীয়দের সহযোগিতায় রাতেই গাংনী হাসপাতালে নেয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য হয়।
আব্দুল ওয়াহেদ স্ত্রী সেলিনা খাতুনকে হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন,তার প্রতিবন্ধী ছেলে নাহিদ হোসেন (১০) হত্যা করতে পারে। অসংলগ্ন কথাবার্তা ও হত্যাকোন্ডের সাথে জড়িত থাকায় আব্দুল ওয়াহেদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি নিহতের স্বজনদের।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন,সেলিনা খাতুনের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করা হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।