গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
শেখ হাসিনার আহবান নারী পুরুষ সমতা’এই প্রতিপাদ্য সামনে রেখে গাংনীতে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায় ২০১৯-২০ অর্থ বছরের ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের নিয়ে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মসূচী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন প্রমুখ। এসময় মহিলা বিষয়ক অফিসের ট্রেড প্রশিক্ষক আরিফা খাতুন , নার্গিস সুলতানা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এ উপজেলার ৬ শতাধিক উপকারভোগীদের মাঝে মাস্ক,সাবান, বিস্কুট ,প্যাড বিতরণ করা হয়।